মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তালেবান ঘোষিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য শুভ কামনা করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তালেবানের নতুন সরকার বিদেশি প্রভাবমুক্ত সমৃদ্ধশালী এক নতুন আফগানিস্তান গঠন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমন আশায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
আলহাজ মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাষ্ট্রপ্রধান এবং মোল্লা আব্দুল গনি বারাদারকে প্রধান সহকারী ও মৌলভী আব্দুস সালাম হানাফিকে দ্বিতীয় সহাকারী করে এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ২২ সদস্যের নয়া অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা হাসান আখুন্দ।
তালেবান সরকারের জন্য শুভ কামনা করে ফেসবুকে হোসনেয়ারা আক্তার মনি লিখেছেন, ‘‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের নতুন প্রশাসন ও সকল আফগানদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই।
লাঞ্চনা, বঞ্চনা, হিংসা, বিভক্তি, দুর্নীতি মুক্ত সুখী, সমৃদ্ধ, একতাবদ্ধ শক্তিশালী আফগানিস্তান প্রতিষ্ঠিত হোক পৃথিবীর বুকে।প্রতিশোধের স্পৃহা নিড়ে বজ্রকণ্ঠে সোচ্চার হোক সেই দলের সাথে, যে ক'জন রাষ্ট্রপ্রধান পৃথিবী জুড়ে নির্যাতিত, নিপীড়িত, উদ্বাস্তু মুসলমানদের অধিকার আদায়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইনশাআল্লাহ.... একদিন এই পৃথিবীর বুকে হারানো ঐতিহ্য, কোটি মুসলমানদের গৌরবগাঁথা খেলাফত প্রতিষ্ঠিত হবে...।’’
গাজী মোঃ নজরুল ইসলাম লিখেছেন, ‘‘সুপার পাওয়ার কোন দেশ? এতদিন শক্তি নিয়ে তারা গর্ব করতো। আজ সেই সকল দেশ তাঁ দেওয়া মুরগির মত নিরব হয়ে গেছে। তালেবানরা শিখিয়েছে, অস্ত্র নয় ঈমান দিয়ে বিজয় নিয়ে আসতে হয়। শুভকামনা ভবিষ্যতের জন্য।’’
তালেবান সরকারের কল্যাণ কামনা করে মোঃ নুরুর হুদা লিখেছেন, ‘‘আশা করি সবাই দেশের কল্যানে কাজ করবেন। দেশ এবং দেশের মানুষের হয়ে কাজ করবেন। একটি আদর্শ ইসলামি রাষ্ট্র কায়েমের মাধ্যমে ধর্ম-বর্ন নির্বিশেষে সবার সেবক হবেন। ফি আমানিল্লাহ।’’
শুভেচ্ছা জানিয়ে মোঃ মিনহাজ খান লিখেছেন, ‘‘ইমারতে ইসলামিয়া আফ গানের নতুন সরকার ও সরকার পরিষদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ তাদেরকে কবুল করুক আমিন।’’
নবী নেওয়াজ লিখেছেন, ‘‘যাক অবশেষে আফগানিস্তানে একটা স্বাধীন সরকার গঠন হলো। গত ত্রিশটি বছর শুধু বিদেশি পুতুল সরকার চুরিদারি লুটপাট করে আফগানিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।