Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইল জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি দিকে

বানবাসিদের দুর্ভোগ কমেনি

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৬ পিএম

যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি দূত কমতে থাকায় টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি ঘটছে। জেলার ৭টি উপজেলার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের অভাব। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের জন্য ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজন পড়লে আরো বরাদ্দ দেয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেই সঙ্গে দেখা দিয়েছে যমুনা ও ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন। ভাঙনের ফলে নদী তীরবর্তী এলাকায় ইতিমধ্যে তিন শতাধিক বসতভিটা, মসজিদ, বাঁধ, রাস্তাসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া কাঁচা-পাকা রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে আছে। এদিকে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৯৮০ হেক্টর রোপা আমন পানির নিচে তলিয়ে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে, ধলেশ্বরী নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে এবং ঝিনাই নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ