Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুল বিমানবন্দর নিয়ে কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৪ পিএম

কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে এবং তালেবানের সঙ্গে আলোচনা করছে। এই তথ্য জানিয়ে মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তাই এখন প্রধান সমস্যা ‘

ক্যাভুসোগ্লু ব্রডকাস্টার এনটিভিকে বলেন, ১৯ জন তুর্কি প্রযুক্তিবিদ কাবুলে রয়েছেন। তারা বিমানবন্দরটি নিয়ে কাতারীদের সঙ্গে আলোচনা করছেন। তুরস্ক তালেবানকে বলেছে যে, তারা বিমানবন্দর পরিচালনায় অংশ নেবে না যদি না তাদের ইউনিট নিরাপত্তার সাথে জড়িত থাকে। ক্যাভুসোগ্লু বলেছিলেন, ‘তালেবানরা বিমানবন্দরের বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে পারে, কিন্তু তাদের ভিতরে আরও নির্ভরযোগ্য ব্যবস্থা দরকার।’ তিনি আরো বলেন, ‘তালেবানরা আফগানিস্তানে কোনো বিদেশী শক্তি না থাকার ব্যাপারে জোর দিলে বিমানবন্দর পরিচালনার জন্য একটি বেসরকারী নিরাপত্তা কোম্পানি ব্যবহার করা যেতে পারে।’ সূত্র: ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ