Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের উদ্বেগ নিরসনের প্রতিশ্রুতি তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৪ পিএম | আপডেট : ৫:৫৮ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২১

আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানের জন্য সৃষ্ট হতে পারে এমন যে কোনও উদ্বেগ নিরসনের প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। সোমবার দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা নিয়ে পাকিস্তানের উদ্বেগ যুক্তিসঙ্গত।

রোববার রাতে বিদ্রোহীদের হটিয়ে পাঞ্জশিরের দখল নেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের উদ্বেগ যৌক্তিক। নতুন আফগান সরকার ইসলামাবাদের যাবতীয় উদ্বেগ নিরসন করবে। পাকিস্তানসহ কোনও দেশের বিরুদ্ধেই আফগানস্তানের মাটি ব্যবহার হতে দেয়া হবে না।

দীর্ঘদিন থেকেই ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে অস্থিতিশীলতার চেষ্টা করছে ভারত। কাবুলে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর তালেবান যে বিপুল সংখ্যক বন্দিকে মুক্ত করে দিয়েছে সেটি নিয়েও অস্বস্তি রয়েছে পাকিস্তানের। কেননা, মুক্ত ব্যক্তিদের মধ্যে তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছে।

পাকিস্তান মনে করে, দেশটিতে টিটিপি এবং বালুচ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রধান উস্কানিদাতা দিল্লি এবং আফগানিস্তানের ভারতীয় কনস্যুলেটের মাধ্যমে এই গোষ্ঠীগুলোকে সাহায্য করা হতো। টিটিপি-র ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা তালেবানকেও জানিয়েছে ইসলামাবাদ। এর মধ্যেই সোমবার আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের জন্য সৃষ্ট যে কোনও উদ্বেগ নিরসনের ঘোষণা দেন জবিউল্লাহ মুজাহিদ।

তিনি আফগানদের জন্য সীমান্ত খোলা রাখার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান। ‘পাকিস্তানের একটি প্রতিনিধি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আফগানিস্তানে এসেছিল। প্রতিনিধি দলটি আমাদের সাথে নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছে। আফগানদের জন্য সীমান্ত খোলা রাখার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে,’ তিনি বলেন।

এদিন আফগানিস্তানকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এ যুক্ত করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, তার দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে চায়। তালেবানদের কাছে পাঞ্জশিরের পতনের ঘোষণা দিয়ে মুজাহিদ বলেন যে, ‘আমাদের দেশ যুদ্ধের হুমকি থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ অস্ত্র তুলে নিয়ে অন্য প্রতিরোধ শুরু করবে, তাকে ‘কঠোর আঘাত করা হবে’। সূত্র: ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ