Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:১২ এএম

আফগানিস্তানে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়ে দেশটিতে অচিরেই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি সোমবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন। তার সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে সোমবার সকালে দেশের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দাবি করে তালেবান।

তবে যোগাযোগ সমস্যার কারণে পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে তালেবানের এ দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুজাহিদ বলেন, তারা সংলাপের মাধ্যমে পাঞ্জশির সমস্যার সমাধান করতে চেয়েছিলেন কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

‘খুব শিগগিরই’ তালেবানের সরকার গঠিত হবে জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য সরকারে প্রয়োজনীয় সংস্কার এবং পরিবর্তন-পরিবর্ধনের সুবিধার্থে প্রাথমিকভাবে একটি কেয়ারটেকার সরকার গঠিত হতে পারে।

আফগানিস্তানের পুলিশ ও সেনাবাহিনীর ভবিষ্যত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র বলেন, গত ২০ বছর ধরে যারা সামরিক প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে আবার নিরাপত্তা বাহিনীগুলোতে ফিরে আসার আহ্বান জানানো হবে। তারা তালেবান যোদ্ধাদের পাশে থেকে নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পালন করবেন।

বহির্বিশ্বের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কেমন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান গোটা বিশ্বের সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে ভালো সম্পর্ক চায়। চীন একটি বড় অর্থনৈতিক শক্তি এবং এটি আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়ন কাজে অংশ নিতে পারবে।

পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র পরিচালক লে. জেনারেল ফাইজ হামিদের সাম্প্রতিক কাবুল সফর সম্পর্কিত প্রশ্নেরও জবাব দেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের একটি প্রতিনিধিদলের সফরের জন্য কয়েকদিন ধরে পীড়াপীড়ি করা হচ্ছিল। কিন্তু তালেবান অতি সম্প্রতি তাদের অনুরোধে সাড়া দিয়েছে।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানিরা আফগানিস্তানের কারাগারে আটক কোনো কোনো বন্দির সম্ভাব্য মুক্তির ব্যাপারে উদ্বিগ্ন। তাদের শঙ্কা মুক্তিপ্রাপ্ত বন্দিরা পাকিস্তানে অনুপ্রবেশ করে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। মুজাহিদ বলেন, তালেবান পাকিস্তানকে এই বলে আশ্বাস দিয়েছে যে, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ তারা দেবে না।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Md. Mamunur Rashid ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:২১ এএম says : 0
    ইসলামীক আমীরাত অব আফগানিস্তান জিন্দাবাদ
    Total Reply(0) Reply
  • তুষার আহমেদ ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:১৯ পিএম says : 0
    খুবই ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply
  • Mawlana Alauddin Kademul Kuran ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৬ পিএম says : 0
    আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক৷
    Total Reply(0) Reply
  • Nadim Mahmud Patwary ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৮ পিএম says : 0
    আল্লাহ আমাদের ঈমানী পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক
    Total Reply(0) Reply
  • Md. SA AlimUddin Sarkar ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৮ পিএম says : 0
    ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ