Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত রিমান্ডের আসামীর পলায়ন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৪:১৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত এক রিমান্ডের আসামীর পলায়নের ঘটনায় আজ (শনিবার)সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন । মামলা নম্বরটি হচ্ছে ৯, ধারা ২২৪/৩৩২ । পলাতক আসামীর নাম হচ্ছে মোঃ সোলেমান হোসেন(২৮) ওরফে মন্টি ওরফে বান্টি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার রিমান্ড মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান,গত ১নভেম্বর(বৃহস্পতিবার)সকাল সাতটার সময় এসআই আজাহারুল ইসলাম কদমতলী গোলচত্বর এলাকায় আলবারাকা হাসপাতালের সামনে থেকে পলাতক আসামী মোঃ সোলেমান হোসেনকে ২৫০পুড়িয়া হিরোইন ও ২০পিচ ইয়াবাসহ আটক করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হলে ওইদিনই তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত ১দিনের রিমান্ড মুঞ্জর করে তাকে থানায় প্রেরণ করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে গত শুক্রবার(০২নভেম্বর) সন্ধ্যায় আসামী সোলেমান হোসেনকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় এসআইদের রুমে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় । জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানার হাজত খানায় নেয়ার সময় অতর্কিতভাবে আসামী সোলেমান তাকে আঘাত করে এবং জোড়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এসময় আসামী সোলেমান দৌঁড়িয়ে দ্রুত থানা থেকে পালিয়ে যায়। তার বাবার নাম মানিক মিয়া। বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দাউদখালী মরিচা বোনা বাজার গ্রামে। সে শুভাঢ্যা ইউনিয়নের জিয়ানগর এলাকায় আহসান উল্লার বাড়ির ভাড়াটিয়া। এই ঘটনায় সে বাদী হয়ে পলাতক আসামী সোলেমান হোসেনের বিরুদ্ধে সকালে একটি মামলা দায়ের করেন। পলাতক আসামী সোলেমানকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গা অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রিমান্ডের আসামী পলায়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ