Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানরা আফগানিস্তানে স্বাগত : তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

জার্মানদের আফগানিস্তানে স্বাগত বলে জানিয়েছে তালেবান। তারা আশা করছে বার্লিন কাবুলের সাথে কূটনৈতিক সম্পর্ক খুলবে। রোববার তালেবানের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ইসলামপন্থী গোষ্ঠীটি আন্তর্জাতিক বৈধতার অর্জনের লক্ষ্যে কাজ করছে। এজন্য তারা সবার সাহায্য কামনা করছে। রোববার প্রকাশিত এক সাক্ষাতকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনতাগকে বলেছেন যে, তালেবানরা এখন আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে আছে এবং তারা জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্ক এবং তাদের কাছ থেকে আর্থিক সহায়তা চায়।

মুজাহিদ বলেন, ‘আমরা জার্মানির সাথে শক্তিশালী এবং সরকারী কূটনৈতিক সম্পর্ক চাই।’ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি, তালেবানরা জার্মানি থেকে স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষায় আর্থিক সহায়তা, মানবিক সহায়তা এবং সহযোগিতা চায়। মুজাহিদ বলেন, আফগানিস্তানে জার্মানরা সবসময় স্বাগত। তিনি আরও যোগ করেছেন যে, জার্মানদের একসময় আফগানিস্তানে ইতিবাচক প্রভাবক হিসেবে দেখা হত। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, তারা তখন আমেরিকানদের সাথে যোগ দিয়েছিল। কিন্তু এখন তা ক্ষমা করা হয়েছে।’

তালেবানরা কাবুল বিজয়ের পরে জার্মানি তার দূতাবাস বন্ধ করে দেয়। কাতারের দোহায় রাষ্ট্রদূত মার্কাস পটজেলকে স্থানান্তরিত করলেও জার্মান সরকার তালেবানের সঙ্গে যোগাযোগ রেখেছে। বার্লিন তাদের সহযোগী আফগানদের দেশ থেকে বের করে আনতে কিছু স্তরের সহযোগিতার আশা করছে। তালেবানদের একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে যা দোহায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কাজ করে।

যদিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস জোর দিয়ে বলেছেন যে, কূটনৈতিক প্রতিনিধিত্ব তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় না। তিনি গত সপ্তাহে বলেছিলেন, ‘যদি এটি রাজনৈতিকভাবে সম্ভব হয় এবং যদি নিরাপত্তা পরিস্থিতি অনুমতি দেয় তবে কাবুলে জার্মানিরও নিজস্ব দূতাবাস থাকা উচিত।’ সূত্র : ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ