Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ বাড়াতে চায় চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবে চীন। কারণ মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানরা দেশটির শাসনভার গ্রহণ করায় চীনের জন্য সুবিধা হবে। কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ন্যাশনাল। স্যাক্সো ব্যাংক আয়োজিত এক ওয়েবিনারে হুগো লোরেন্স বলেন, চীনারা দীর্ঘমেয়াদি চিন্তা করছে। তালেবানরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে ধরে নিয়েই দেশটি আফগানিস্তানের খনি ও হাইড্রোকার্বন খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করবে। এটি চীনের জন্য সম্ভাব্য বিজয়। কারণ চীন এমন স্থানে আধিপত্য বিস্তার করছে, যেখানে দুর্লভ ধাতুর বিশাল ভাণ্ডার রয়েছে। লোরেন্স চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন, আফগানিস্তানে তামা, আকরিক লোহা ও বিরল ধাতুসহ সহজেই পুনরুদ্ধারযোগ্য ট্রিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। আমরা মার্কিন ও ইউরোপীয় খনি সংস্থাকে কিছু সম্ভাব্য ছাড় দিতে আফগান সরকারের সঙ্গে আলোচনা করছিলাম। সেখানে বড় সমস্যা হলো নিরাপত্তা নিয়ে। আগে থেকেই চীনা সংস্থাগুলো আফগানিস্তানের খনি খাতে জড়িত। ২০০৭ সালে চীনের মেটালার্জিক্যাল করপোরেশন তামা খননের জন্য কাবুলের দক্ষিণ—পূর্বের মেস আয়নাক অঞ্চলকে ৩০০ কোটি ডলারে ৩০ বছরের ইজারা নিয়েছিল। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ। দ্য ন্যাশনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ