Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ ঘণ্টায় ১০১ নারীকে বন্ধ্যাত্বকরণ ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভারতে সরকার দেশব্যাপী বিনামূল্যে বন্ধ্যাত্বকরণ কর্মসূচি করে থাকে। সরকারি নির্দেশনা অনুসারে, একজন সার্জন দিনে সর্বোচ্চ ৩০টি অস্ত্রোপচার করতে পারবেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের এক চিকিৎসকের বিরুদ্ধে মাত্র সাত ঘণ্টার মধ্যে ১০১ জন নারীকে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সরগুজা জেলায় সরকারি পরিচালিত একটি সরকারি বন্ধ্যাত্বকরণ কর্মসূচিতে। ২৭ আগস্ট রাজধানী রায়পুর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত মাইনপাট ডেভেলপমেন্ট ব্লকের নর্মদাপুর কমিউনিটি হেলথ সেন্টারের বন্ধ্যাত্বকরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছিল। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ছত্তিশগড় সরকার। অভিযুক্ত চিকিৎসক এত বেশি অপারেশন করে থাকলে শাস্তির মুখে পড়তে পারেন। জানা গেছে, গত ২৭ আগস্ট এক বন্ধ্যাত্বকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল রাজ্যের নর্মদাপুর স্বাস্থ্যকেন্দ্রে। ওই দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ১০১টি অপারেশন করেছেন ওই চিকিৎসক। ইতোমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের কাছে জবাব চেয়ে নোটিশও পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওই দিন যে ১০১ নারীর বন্ধ্যাত্বকরণ হয়েছিল, তারা সবাই সুস্থ আছেন। ছত্তিশগড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্য সচিব ডা. অলোক শুক্লা জানিয়েছেন, একদিনে সর্বোচ্চ ৩০টি অপারেশন করতে পারেন কোনো শল্য চিকিৎসক। তদন্ত করে দেখা হবে, কেন এই গাইডলাইন ভাঙা হলো। তবে অভিযুক্ত চিকিৎসক জানিয়েছেন, অনেক নারী তার কাছে দ্রুত অপারেশন করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। যেহেতু তারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছিলেন, তাই তাদের দাবি ছিল দ্রুত অপারেশন না হলে তাদের পক্ষে মুশকিল। সব দিক বিবেচনা করে দ্রুত অপারেশন করতে হয়েছিল। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ