মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এখনো আফগানিস্তানে সরকার গঠন করা হয়নি। এর আগেই ভয়ে রাস্তায় নেমেছে কিছু সংখ্যক নারী। অধিকারের দাবিতে কাবুলে নারীদের এই বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে তালেবান । সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীরা বলছেন, তারা একটি সেতু থেকে হেঁটে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছোঁড়া হয়। কাবুল ও হেরাতে নারীদের বেশ কয়েকটি বিক্ষোভের মধ্যে এটি সর্বশেষ।
আফগান নারীরা বাইরে কাজ করার অধিকার এবং সরকারে অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে বিক্ষোভে অংশ নেন। এর আগে তালেবানের পক্ষ থেকে বলা হয়—কিছু দিনের মধ্যে তারা তাদের প্রশাসনের গঠন কাঠামো ঘোষণা করবে।
তবে তালেবান বলেছে—তাদের গঠিত সরকারে নারীরা থাকতে পারবে, কিন্তু কোনো মন্ত্রীর পদে নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।