মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাও বলেছেন যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে চীনা দূতাবাস খোলা রাখার বিষয়টিও নিশ্চিত করেছেন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার কাতারের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় তালেবান কর্তৃপক্ষের রাজনৈতিক অফিসের কর্মকর্তা আব্দুল সালাম হানাফির সাথে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওর ফোনালাপ হয়েছে। তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সুহেল শাহিন তার টুইটার অ্যাকাউন্টে এ সংবাদ প্রকাশ করেছেন। ওই ফোনালাপে তালেবান কর্তৃপক্ষকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাও বলেছেন, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের কাবুলে চীনা দূতাবাস খোলা রাখা হবে। আগের চেয়ে বর্তমান সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেছেন যে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চীনা কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে নিশ্চয়তা দিয়েছে যে আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা হবে। এছাড়া চীন আশা করে যে আফগানরা ভালোভাবেই তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।