Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ২০টি ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার পাইকগাছা কয়রা, দাকোপ, বটিয়াঘাটা এবং দিঘলিয়া উপজেলার ২০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ শুক্রবার জেলা কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণাসহ বিজয়ী করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রার্থীদের মধ্যে রয়েছেন পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে মোঃ কামরুজ্জামান (বাবলু) কপিলমুনি ইউনিয়নে আলহাজ্ব ক্বারী মোঃ আঃ রহমান, লতা ইউনিয়নে মোঃ অলিউর রহমান সরদার, সোলাদানা ইউনিয়নে ক্বারী মোঃ নুরুল ইসলাম, চাঁদখালী ইউনিয়নে মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, গড়ইখালী ইউনিয়নে মোঃ ফারুক হুসাইন; কয়রা উপজেলার ২নং বাগালি ইউনিয়নে মোঃ শফিকুল ইসলাম, ৩নং মাহেশ্বরীপুর ইউনিয়নে মোঃ রসুল সরদার, ৪নং মহারাজপুর ইউনিয়নে মোঃ মতলেব হোসেন, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে মাওলানা মেজবাহ উদ্দিন, গঙ্গারামপুর ইউনিয়নে মাওলানা নাজিম উদ্দিন, বালিয়াডাঙ্গা ইউনিয়নে মোঃ মঈনুল ইসলাম; দাকোপ উপজেলা ১নং পানখালী ইউনিয়নে আলহাজ্ব জাহিদুল ইসলাম, কামারখোলা ইউনিয়নে আব্দুল কাদের, বানিয়াশান্তা ইউনিয়নে মোঃ জহিরুল ইসলাম, দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নে মাওলানা ফরিদ আহমাদ, দিঘলিয়া ইউনিয়নে মাওলানা আসাদুল্লাহ হামিদী, বারাকপুর ইউনিয়নে মোহাম্মদ হায়দার আলী, গাজীরহাট ইউনিয়নে মোঃ রেজাউল করীম, যোগীপোল ইউনিয়নে মাওলানা আব্দুল্লাহ আল মাসুম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মুজিবুর রহমান, জামিল আহমেদ, মাওলানা মাহবুবুল আলম, হাঃ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুস সত্তার মোঃ হুমায়ুন কবির, মাওলানা আবু সাঈদ, মাওলানা হারুনুর রশিদ, এস কে নাজমুল হাসান, মুফতি হেলাল উদ্দিন শিকারি মুফতি ফয়জুল্লাহ ও মোঃ ওমর ফারুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ