মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার শুতুল জেলার কেন্দ্র এবং ১১টি চৌকি দখল করে নিয়েছে তালেবান। লড়াইয়ে বিরোধী পক্ষের বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে বলে দাবি করা হয়েছে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ভণ্ডুল হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সঙ্ঘাতের সূচনা হয়।
তালেবানের সংস্কৃতি কমিশনের সদস্য বলেন, বুধবার রাতে লড়াই শুরু হওয়ার পর থেকে বিরোধী বাহিনীর ৩৪ জন সদস্য নিহত হয়েছে।
তালেবান তাদের বাহিনীর শুতুল জেলায় অগ্রসর হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।
তালেবান সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামাঙ্গানি বলেন, গত রাতের পাঞ্জশির অভিযানে বিরোধী পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। আর আজ সকালে শুতুল জেলায় সঙ্ঘর্ষ হয়েছে।
অবশ্য, বিরোধী আহমদ মাসুদের অনুগত বাহিনী তালেবানের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তালেবান পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
বিরোধী ফ্রন্টের মুখপাত্র ফাহিম দস্তি বলেন, গত চার দিনের যুদ্ধে অন্তত ৩৫০ তালেবান যোদ্ধা নিহত ও ২৯০ জন আহত হয়েছে।
দস্তি বলেন, গত রাতে জাবাল সিরাজ পর্বতমালা দিয়ে শুতুল জেলায় প্রবেশ করার জন্য তালেবান কয়েকবার চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টগুলো ভণ্ডুল হয়ে গেছে, তাদের লাশগুলো যুদ্ধক্ষেত্রেই রয়ে গেছে। তারা মাত্র ৪০টি লাশ সাথে করে নিয়ে যেতে পেরেছে।
বিরোধ নিষ্পত্তিতে সমঝোতার প্রয়াস ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে এই সঙ্ঘর্ষ হচ্ছে। এক বিশ্লেষক বলেছেন, এ ধরনের সঙ্ঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। তাদের বরং আলোচনা শুরু করা উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।