Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জশিরের বিশাল এলাকা দখলের দাবি তালেবানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৩ এএম

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার শুতুল জেলার কেন্দ্র এবং ১১টি চৌকি দখল করে নিয়েছে তালেবান। লড়াইয়ে বিরোধী পক্ষের বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে বলে দাবি করা হয়েছে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ভণ্ডুল হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সঙ্ঘাতের সূচনা হয়।

তালেবানের সংস্কৃতি কমিশনের সদস্য বলেন, বুধবার রাতে লড়াই শুরু হওয়ার পর থেকে বিরোধী বাহিনীর ৩৪ জন সদস্য নিহত হয়েছে।

তালেবান তাদের বাহিনীর শুতুল জেলায় অগ্রসর হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।

তালেবান সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামাঙ্গানি বলেন, গত রাতের পাঞ্জশির অভিযানে বিরোধী পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। আর আজ সকালে শুতুল জেলায় সঙ্ঘর্ষ হয়েছে।

অবশ্য, বিরোধী আহমদ মাসুদের অনুগত বাহিনী তালেবানের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তালেবান পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

বিরোধী ফ্রন্টের মুখপাত্র ফাহিম দস্তি বলেন, গত চার দিনের যুদ্ধে অন্তত ৩৫০ তালেবান যোদ্ধা নিহত ও ২৯০ জন আহত হয়েছে।

দস্তি বলেন, গত রাতে জাবাল সিরাজ পর্বতমালা দিয়ে শুতুল জেলায় প্রবেশ করার জন্য তালেবান কয়েকবার চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টগুলো ভণ্ডুল হয়ে গেছে, তাদের লাশগুলো যুদ্ধক্ষেত্রেই রয়ে গেছে। তারা মাত্র ৪০টি লাশ সাথে করে নিয়ে যেতে পেরেছে।

বিরোধ নিষ্পত্তিতে সমঝোতার প্রয়াস ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে এই সঙ্ঘর্ষ হচ্ছে। এক বিশ্লেষক বলেছেন, এ ধরনের সঙ্ঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। তাদের বরং আলোচনা শুরু করা উচিত।



 

Show all comments
  • Samim Hasan Monser ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ এএম says : 0
    সকল প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্বজগত সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • মোঃতারিকুল ইসলাম তারেক ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ এএম says : 0
    আলহামদুলিল্লাহ যা-কিছু ফয়সালা হয় তা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হয়।
    Total Reply(0) Reply
  • Hasanuzzaman Bhuiyan ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ এএম says : 0
    এমন সংবাদে ভারতীয় ও বেঙ্গল ভারতীয় সাংবাদিকদের আশায় গুড়ে বালি। তারা হতাশ! এতোদিন পাঞ্জশির নিয়ে তারা খুব আশায় ছিলো।
    Total Reply(0) Reply
  • Hossain Mahmud Süpøñ ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ এএম says : 0
    পাঞ্জশির ও বিজয় হবে ইনশাআল্লাহ।।।
    Total Reply(0) Reply
  • Shamsul Islam ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৫ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ