বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর কাজির দেউড়ি এলাকায় বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে। সাত জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের উপর হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, বিএনপিকে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভার অনুমতি দেয়া হলেও মিছিলের কোন অনুমতি দেয়া হয়নি। অনুমতি ছাড়াই মিছিল বের করায় পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাত জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, বিনা উসকানিতে পুলিশ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের বেধড়ক পিটিয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। মিছিল থেকে পুলিশ ১২ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে বলে জানান তিনি। তাদের মধ্যে পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সদস্য মো. হানিফ, আনোয়ার হোসেন ও মো. ইউসুফও রয়েছেন।
এদিকে নাসিমন ভবন চত্বরে আলোচনা সভা নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা নূরী আরা সাফা, অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিপুল নেতাকর্মীর সমাবেশ ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।