Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান টিভিতে মহিলা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আফগানিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে সকালের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন একজন মহিলা। গতকাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠান সম্প্রচার মহিলা সম্পর্কে তালেবানের কঠোর সমালোচকদের গালে চড় বসিয়ে দিয়েছে।
আফগানিস্তানে কর্মক্ষেত্রে মহিলারা ফিরতে শুরু করেছেন। বোরকা ছাড়াই মাথায় হিজাব পরিধান করে মহিলা শিক্ষকরা স্কুলে যাচ্ছেন। কাবুলের মার্কেটে পুরুষ সঙ্গী ছাড়া মাথায় হিজাব দিয়ে মহিলাদের কেনাকাটা করতে দেখা যাচ্ছে।

আফগান টিভিতে মহিলা সঞ্চালকের প্রত্যাবর্তন। মহিলা শিক্ষকদের স্কুলে যাওয়া এবং মার্কেটে কেনাকাটা করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশিষ্ট মহল। মহিলা নিয়ে তালেবানদের ব্যাপারে কট্টর সমালোচকদের কোনো কথাই যে সঠিক ছিল না তা স্পষ্ট হয়ে গেছে।
আফগানিস্তানের টোলো টিভিতে গতকাল সম্প্রচার হয় তাদের সকালের অনুষ্ঠান ‘বামদাদ—এ—খোশ’। সেখানে এক পুরুষ সঞ্চালকের মুখোমুখি বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় ওই মহিলা সঞ্চালককে। টিভির পর্দায় মহিলা সঞ্চালকের এই প্রত্যাবর্তনকে আফগানরা স্বাগত জানিয়েছেন।
আপাদমস্তক পোশাকে ঢাকা ওই মহিলার শুধু মুখাবয়ব এবং হাতের তালু দু’টিই দৃশ্যমান। সূত্র : টিবিএস নিউজ, আলজাজিরা।



 

Show all comments
  • হাফিজুর রহমান ৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৫ এএম says : 0
    তালেবানরা এখন বিবেকে কাজ করে আবেগে নয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ