Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের চ্যানেলেই গান প্রকাশ করেন মনির খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান ২০১৮ সালে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিকটোয়েন্টিফোর’র যাত্রা শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে রয়েছে শতাধিক গান। নিজের চ্যানেল নিয়েই বেশি মনোযোগ তিনি। গান বা সিনেমার গানে খুব বেশি ব্যস্ততা নেই বলে নিজের ইউটিউব চ্যানেলেই তিনি সময় দেন বেশি। এখানেই তার গান প্রকাশ করেন। আজ বিকেল চারটায় মনির খান প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান ‘নিদয়া বন্ধুয়ারে’। গানটি লিখেছেন মানিক চাঁন, সুর করেছেন শিমুল হাসান এবং সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন। মনির খান বলেন, গানটি ফোক ধাঁচের। এই ধরনের গান গাইতে আমি সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে গানের কথা ও সুর ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতা দর্শকেরও ভালোলাগবে।’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন। মনির খান জানান, ২০১৮ সালে ‘ঘুম নেই দুটি চোখে’ গানটি প্রথম তার চ্যানেলে প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন লিটন শিকদার এবং সুর করেছিলেন মনির খান নিজেই। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তার চ্যানেলে প্রায় একশো’র বেশি গান প্রকাশিত হয়েছে। মনির খান গাজী মাহবুব পরিচালিত আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘প্রেমের তাজমহল’ সিনেমায় ‘এই বুকে বইছে যমুনা নিয়ে অথৈ প্রেমের জল’, তারই তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল’ গানটি গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এতে তার সহশিল্পী ছিলেন কনকচাঁপা। পরবর্তীতে তিনি ‘লাল দরিয়া’, ‘দুই নয়নের আলো’ সিনেমায় প্লে-ব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনির খান

২৭ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ