Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করতে চান মনির খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হতে চান জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। নির্বাচনে অংশগ্রহণ স¤পর্কে মনির খান বলেন, কণ্ঠশিল্পী হিসেবে আমার পরিচয় প্রায় দুই যুগের। মানুষের ভালোবাসায় আমি মনির খান হয়েছি। সারাজীবন মানুষের ভালোবাসা পেয়েছি। এবার কিছুটা হলেও তাদের কাছাকাছি থেকে সেবা করতে চাই। সেই চিন্তা থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যদি এবার বিএনপি থেকে মনোনয়ন পাই তবে অব্যশই নির্বাচন করব। তিনি বলেন, রাজনৈতিক দলটা মুখ্য বিষয় না। তবে আমার পছন্দের দল বিএনপি। আমি যে এলাকা থেকে নির্বাচন করবো সে এলাকাটা বিএনপির জনপ্রিয় একটা জায়গা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভালো লাগার বিষয়টা কাজ করে। আর এ জন্য আমি বিএনপি থেকে নির্বাচন করতে ইচ্ছুক। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবরকম প্রস্তুতি নিচ্ছেন তিনি। এলাকায় প্রচার প্রচারণাও চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির খানের ফ্যানপেজে নির্বাচনের কর্মকান্ডও চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, মনির খান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনির খান

২৭ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ