প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলতি বছরের শুরুতে মনির খান ‘অঞ্জনা-২০২০’ শিরোনামের গানটি দিয়ে দর্শক শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন। এ বছর গান নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানান তিনি। এ ধারাবাহিকতায় ‘আপন মানুষ’ শিারোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসপিয়া ওহি ও স্বাধীন। আগামী বৃহাস্পতিবারে প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়া থেকে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। মনির খান বলেন, আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আমার ক্যারিয়ারের শুরু থেকে অনেক গীতিকারের কথায় গান করেছি। এখন নতুনদের সময়। নতুন প্রজন্মের সঙ্গেও নিয়মিত ভালো কাজ করতে চাই। বুলবুলের কথায় এটি আমার প্রথম গান। গানের কথা ও সুর দর্শক-শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।