Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লিটন শিকদারের লেখা গান নিয়ে তিন বছর পর মনির খানের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন দেশের প্রতিভাবান গীতিকবি ও বিশিষ্ট সমাজসেবক লিটন শিকদার। ‘ঘুম নেই দুটি চোখে’ শিরোনামের এই অ্যালবামে লিটন শিকদারের লেখা মোট ১০টি গান থাকছে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মনির খান। গানগুলোর সুরও করেছেন তিনি। এই অ্যালবামের মাধ্যমে দীর্ঘ তিন বছর পর শ্রোতাদের মাঝে ফিরছেন মনির খান। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন কলকাতা প্রবাসী বাংলাদেশের মিউজিক কম্পোজার বিনোদন রায়। কলকাতার নিজস্ব স্টুডিওতে তিনি গানগুলো কম্পোজ করেছেন। ইতোমধ্যে নির্মাতা এম আর মিজানের পরিচালনায় ১০টি গানেরই মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওগুলোতে মনির খানের সঙ্গে মডেল হয়েছেন দেবদ্বীপ, দীপা, রাকা, রিয়েল, মাহা, জিনাতসহ আরও অনেকে। গীতিকবি লিটন শিকদার বলেন, আমার এই অ্যালবামে যিনি গান করেছেন তিনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় মনির খান। আমার বন্ধু, আমার শ্রদ্ধাভাজন। এক সাথে আমরা অনেক সময় কাটাই। একদিন বললেন আমাকে কয়েকটা গান দেন আমি আপনার লেখা গান করবো। তিনি আমার লেখা গান গেয়েছেন এটা অনেক বড় পাওয়া। এর চেয়ে আমার আর পাওয়ার কিছু নাই। তবে এখন সাধারণত যে ধরনের গান চলে, বিশেষ করে মাঠে, ঘাটে বাটে যে ধরনের গান বাজে, মনির খান ভাইয়ের গানগুলো সেগুলো থেকে একেবারে আলাদা। মনির ভাই সব সময় মার্জিত গান গেয়ে থাকেন। এই অ্যালবামেও মার্জিত গান রয়েছে। আশা করি, গানগুলো শ্রোতাদের ভাল লাগবে। মনির খান বলেন, তিন বছর পর আমার নতুন অ্যালবাম প্রকাশিত হচ্ছে। লিটন শিকদার ভাই খুব ভাল লিখেছেন। এক বছর ধরে আমরা অ্যালবামের গানগুলো নিয়ে কাজ করেছি। আশা করি, যারা আমার গান শুনতে ভালবাসেন, যাদের কারণে আজ আমি মনির খান তারা গানগুলো উপভোগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনির খান

২৭ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ