Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মিউজিক ভিডিও নিয়ে মনির খান

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ঈদে ইউটিউবে এবং নিজের ওয়েবসাইটে নিজের ৪১তম অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। এরইমধ্যে প্রায় সত্তর হাজারেরও বেশি শ্রোতা গানগুলো শুনেছেন। দশটি গানের সমন্বয়ে ইউটিউবে ছাড়া অ্যালবামের প্রায় প্রতিটি গানের জন্যই মনির খান বেশ সাড়া পাচ্ছেন। অ্যালবামের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মিল্টন খন্দকার। এই অ্যালবামের ‘তোমার খোপায় জড়ানো ফুল’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে এবং ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন টল বিশ্বাস। মনির খান বলেন, ‘এখন আসলে অ্যালবাম আগের মতো চলে না। তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অ্যালবাম প্রকাশের কথা ভাবতে হয়। নতুন মিউজিক ভিডিওটি শ্রোতা দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই করা। খুব ভালো একটি মিউজিক ভিডিও হয়েছে। আশাকরি ভালোলাগবে সবার।’ উল্লেখ্য, মনির খানের ৪১ তম অ্যালবামের আলোচিত গানগুলো হচ্ছে ‘বিধাতা বলে যদি তুমি কী চাও’, ‘চলো সে বাঁধনে বাধা পড়ি দুজনায়’, ‘জানি তুমিও সুখে নেই’, ‘মা’, ‘লীলাবতী’, ‘অঞ্জনা’।



 

Show all comments
  • Saidul ২১ জুলাই, ২০১৭, ১০:০৮ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন আপনার গান অনেক ভালো লাগে আপনার একটি পিঁয় গান পাঠিয়ে দেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন মিউজিক ভিডিও নিয়ে মনির খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ