Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যান পেজ টুইটার ও ওয়েবসাইট খুলেছেন মনির খান

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বিব্রতকর পরিস্থিতি এড়াতে নতুন ফ্যান পেজ, টুইটার ও ওয়েবসাইট খুলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তার নতুন ফ্যান পেজ, টুইটার ও ওয়েবসাইটের ঠিকানা সাংবাদিকদের জানিয়েছেন। মনির খান বলেন, আমি ফেসবুক চালাই না। অথচ আমার নামে বেশ কিছু ফেইক ফেসবুক অ্যাকাউন্ট আছে। এসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেক উল্টাপাল্টা তথ্য প্রচার করা হচ্ছে। যাতে আমার মান ক্ষুণœ হচ্ছে। আমার ভক্তদের সাবধান করতেই নতুন ফ্যান পেজ, টুইটার ও ওয়েবসাইট খুলেছি। তিনি জানান, এখন থেকে তার ওয়েবসাইট থেকেই শ্রোতারা শুনতে পারবেন তার নতুন-পুরোনো গানগুলো। এ ছাড়াও নিজের ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছেন এই শিল্পী। তিনি বলেন, ইউটিউব থেকে দেখলাম আমার অনুমতি ছাড়াও আমার জনপ্রিয় গানগুলো প্রকাশ করা হয়েছে। যে গানগুলোর ভিউয়ার লাখ লাখ। আমার সম্পদ নিয়ে ব্যবসা করছে অন্যজন। এটা হতে পারে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই এসব করা। এদিকে মনির খান, লীলাবতী নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। তার ওয়েবসাইট থেকেই শ্রোতারা শুনতে পারবেন গানগুলো।



 

Show all comments
  • Rasel Rana ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ৮:১১ এএম says : 0
    my best singer....Monir khan...Lilaboti album ta Kobe ber hobe....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্যান পেজ টুইটার ও ওয়েবসাইট খুলেছেন মনির খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ