Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে গ্রেফতার হওয়া অবশিষ্ট ১২ আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৯ পিএম

বরিশাল সদর উপজেলা ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকা ১২ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত মেট্রেপলিটান ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ’র আদালত।

বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সম্পাদক ও বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী দুই মামলায় আটক অভিযুক্তদের জামিনের জন্য আদালতে আবেদন শুনানি করেন। এসময়ে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা না করে সমর্থন জানানো হয়। শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্টার অফিসার এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই মামলায় গ্রেফতার হওয়া ২১ জন অভিযুক্তের জামিন চেয়ে গত ২৯ আগস্ট আদালতে আবেদন করা হয়েছিল। তখন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ছুটিতে ছিলেন। তার স্থলে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মো. আনিচুর রহমান। তিনি জামিন আবেদন গ্রহণ করে ৯ জনের জামিন দিয়ে বাকিদের জামিনের বিষয়টি পরবর্তী শুনানির জন্য ২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন। বৃহস্পতিবার শুনানি শেষে ১২ আসামির জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

জামিন প্রাপ্তরা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, ত্রান বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মো. রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ, মো. অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ। পুলিশ ও প্রশাসনের করা দুটি মামলায় নামোল্লেখ করা সহ আরো কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হননি বা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেননি।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সাংবাদিকদের জানান, দুটি মামলায় কারাগারে থাকা ১২ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আজ মঞ্জুর হয়েছে। এর আগে আরও ৯ জন আওয়ামী লীগ নেতাকর্মী জামিন মঞ্জুর করেন আদালত। ফলে দু’টি মামলায় গ্রেফতার হওয়া সব আসামিই জামিন পেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ