Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জশিরে অভিযান, তিনটি জেলা দখল করেছে তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪০ এএম

আফগানিস্তানের দুর্গম পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ লাভের জন্য এগিয়ে যাচ্ছে তালেবান বাহিনী। তারা ইতোমধ্যেই তিনটি জেলা দখল করার কথা ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে তালেবান বাহিনী এখন সেখানে অভিযান শুরু করেছে।

জেলা তিনটি হলো- বানো, দেহ সালেহ, পুল-ই-হেসার স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালেবান। গত ১৫ অগাস্ট কাবুল দখল করার পর এই প্রথম তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলি। কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালেবান এলাকাগুলি দখল করে নেয়। অবশ্য নতুন এক অডিও বার্তায় তালেবানের শীর্ষ আলোচক আমির খান মোত্তাকি 'এখনো বিদ্রোহ করতে থাকা লোকজনকে' বোঝাতে বা তাদের ছেড়ে চলে আসার জন্য পাঞ্জশিরের অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, বিদ্রোহীরা কিছুই করতে পারবে না। ২০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায়ই তারা কিছু করতে পারেনি। তারা এখনো করতে পারবে না। তিনি আবারো সবার প্রতি সাধারণ ক্ষমার কথা ঘোষণা করেন।

তিনি বলেন, পাঞ্জশির সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কিছু সময় আলোচনা চলছিল। কিন্তু কোনো সমঝোতা হয়নি।
তালেবানের বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট অনুযাযী, তারা চার দিক থেকে পাঞ্জশিরকে ঘিরে ফেলেছে। তারা প্রদেশটির দক্ষিণাঞ্চলীয় শুতুল জেলা দখল করেছে।

এদিকে তালেবানবিরোধী পক্ষের মুখপাত্র ফাহিম দস্তি বলেন, তালেবানের একটি বড় হামলা প্রতিরোধ করা হয়েছে। তালেবানের অনেক লোক হতাহত হয়েছে।

প্রয়াত মুজাহিদিন কম্যান্ডার আহমেদ শাহ মাসুদের এলাকা হলো পঞ্জশির। প্রথমে সোভিয়েত ইউনিয়ন ও পরে তালেবান আক্রমণ করেও পঞ্জশির দখল করতে পারেনি। এখন তার ছেলে বাবার অনুগত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। আফগান সেনার একটা অংশও তার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তালেবান বাহিনী আক্রমণ করলে তা প্রতিরোধ করা হবে। বেশ কয়েক হাজার তালেবান ফৌজ এখানে এসেছে। ফলে এবার লড়াই বেশ কঠিন। তালেবান জানিয়েছে, তারা পঞ্জশিরকে ঘিরে ফেলেছে। এপি, এএফপি, রয়টার্স



 

Show all comments
  • Abu ২ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৩ এএম says : 0
    "আল্লাহ চাইলে" বলা উচিত।
    Total Reply(0) Reply
  • Mahmud Hasan ২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৫ এএম says : 0
    স্বীয় স্বার্থে ইসলামী খেলাফতের বিরুদ্ধে অবস্থান করা কোন মুসলমানের জন্য জায়েজ নয়। এটা মুনাফেক্বী।আমি আহবান জানাবো এই ধংসাত্তক ভ্রাতৃঘাতী কার্যক্রম থেকে ফিরে আসুন।
    Total Reply(0) Reply
  • Belal ২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৭ এএম says : 0
    স্বীয় স্বার্থে ইসলামী খেলাফতের বিরুদ্ধে অবস্থান করা কোন মুসলমানের জন্য জায়েজ নয়।
    Total Reply(0) Reply
  • H.M. Hasan ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    খুব শীঘ্রই সারা বিশ্বে ইসলামের পতাকা পতপত করে উড়বে ইনসাআল্লাহ অপেক্ষা মাত্র
    Total Reply(0) Reply
  • Md Mehedul ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    খবর টা ভারত জানে কি? অনেক স্বপ্ন দেখেছিল ভারত এই পান্জশীর নিয়ে যে, এদেরকে নিয়ে তারা আবার আফগানিস্তানে ঢুকবে।
    Total Reply(0) Reply
  • Md Minhaz Khan ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Anis Ahmed Bepari ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    এটা নাকি তালেবান দখল করতে পারবে না!!! বহুত আগের এক যুগে শুনেছিলাম!
    Total Reply(0) Reply
  • রবিউল হোসেন ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
    আমেরিকার দালালদের নিছিন্ন করা হওক
    Total Reply(0) Reply
  • Nasrullah Sheikh ২ সেপ্টেম্বর, ২০২১, ২:৪১ পিএম says : 0
    আহমেদ শাহ মাসুদের গোষ্ঠী যদি ইসলামপন্থী হয়ে থাকে, তাহলে তালেবানের সাথে মীমাংসা করতে আপত্তি কোথায়? মূলত এঁদের মতো লোকেদের জন্য প্রতিটা দেশে কম-বেশি ইসলামপন্থীরা ক্ষমতায় যেয়েও স্বস্তিতে থাকতে পারে না।
    Total Reply(0) Reply
  • Gazi maqsud ২ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৭ পিএম says : 0
    নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাইছে
    Total Reply(0) Reply
  • Azad ৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ এএম says : 0
    আমি মনে করি দেশ দ্রহিদেরকে আইনের আওতায় এনে দৃসট্রানতমুলক শাস্তি দেওয়াই উত্তম হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ