প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবার বিয়ে করছেন। শাম্মা নামে এক আমেরিকা প্রবাসী মেয়েকে তিনি বিয়ে করছেন। গত ৩১ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। অপূর্ব বলেন, বিয়ে করছি ভাই। চুরি বা ক্রাইম করছি না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ে হচ্ছে। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া। উল্লেখ্য, এটি অপূর্বর তৃতীয় বিয়ে। অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভাকে। তাদের সংসার বেশি দিন টিকেনি। এরপর দ্বিতীয় বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। তাদের নয় বছরের দা¤পত্য জীবন গত বছর ভেঙে যায়। তাদের সংসারে আয়াশ নামের একটি পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে শাম্মার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর শ্যাম্মা নিঃসঙ্গ ছিলেন। কিছুদিন আগে অপূর্বর সঙ্গে তার সম্পর্ক হয়। তার ১৩ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।