Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেতা অপূর্বর জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

আজ দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। জন্মদিন নিয়ে অপূর্ব বলেন, এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই, নেই কোন আয়োজন। কারণ কিছুদিন আগেই আমি আমার আব্বুকে হারিয়েছি। তাই দিনটি সাধারণভাবেই পরিবারের সাথে কাটাতে চাই। শুটিং রাখিনি। সবার দোয়া ভালোবাসা চাই আমার পরিবারের জন্য, আমার সন্তান আয়াশের জন্য। আজ আয়াশেরও জন্মদিন। অভিনয় নিয়ে অপূর্ব বলেন, প্রতি মুহুর্তেই চেষ্টা থাকে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করার। কোন কারণে গল্প ভালো না লাগলে নাটকে কাজ করিনি, করতেও চাইনা। কারণ আমার ভক্ত দর্শক আমার একটি ভালো কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ভালো গল্পের নাটকে কাজ করার। এদিকে অপূর্ব আগামী ঈদের জন্য্য বেশ কয়েকজন পরিচালকের নাটকের কাজ শেষ করেছেন। এর মধ্যে রয়েছেন, শিহাব শাহীন, মেহেদী হাসান জনি, মোরসালিন শুভ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা অপূর্বর জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ