Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিত্রনাট্য পড়েই গল্প লেখা শুরু করি-অপূর্ব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০২ এএম

ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি একজন গল্পকার হিসেবেও পরিচিত। তার লেখা গল্পে ইতোমধ্যে অনেক নাটক নির্মিত হয়েছে। অপূর্বর লেখা প্রথম নাটট ছিল ভালোবাসা শুরু। প্রায় দশ বছর আগে এর গল্প লিখেন। এরপর প্রায় ২০টির বেশি নাটকের গল্প লিখেছেন তিনি। আগামী ঈদের জন্যও আগডুম বাগডুম নামে একটি নাটকের গল্প লিখেছেন। গল্প লেখা প্রসঙ্গে অপূর্ব বলেন, গল্প লেখার কাজটি হুট করেই শুরু হয়নি। চিত্রনাট্য পড়তে পড়তে ভাবনাটা মাথায় আসে। চিত্রনাট্য পড়তে গিয়ে কিছু জায়গায় অসঙ্গতি লাগতো। পরিচালকের সঙ্গে আলোচনা করতাম। আমার ভাবনাও চিত্রনাট্যে সংযোজিত হতো। এভাবে অনেক চিত্রনাট্যে টুকটাক কাজ করতে হয়েছে। অসংখ্য চিত্রনাট্য পড়েছি, অভিনয় করেছি। গল্প সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা থেকেই নাটকের গল্প লেখা।



 

Show all comments
  • Sir Reza ২৯ জুন, ২০২১, ৪:৩৪ এএম says : 0
    একজন গল্প লেখক গল্প লিখে কি রকম আয় করেন তা কি বলা যাবে ভাই?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপূর্ব

২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ