Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপূর্ব’র সাবেক স্ত্রী বললেন, চার বছরের প্রেম সফল হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১০ পিএম | আপডেট : ১১:২১ এএম, ২ সেপ্টেম্বর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। পারিবারিক আয়োজনে দুইজনের আংটি বদল হয়েছে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তবে বিয়ের বিষয়টি নিয়ে আগে মুখ খোলেনি অপূর্ব। বিশেষ সূত্রের বরাতে খবর প্রকাশের পরই বুধবার বিয়ের আবারও বিয়ে করা কথা তিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক কাল বিয়ে করছেন নাটকের এই তারকা।

আর সংবাদমাধ্যমে অপূর্বর বিয়ের খবর প্রকাশের তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, 'চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্ ... । পরের বাক্যে শুভ কামনা জানিয়ে অদিতি ইংরেজিতে লিখেন, Best wishes for the newly wedded. ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুকে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের ।



 

Show all comments
  • Adnan ২ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩০ এএম says : 0
    She bie korei choleche!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা অপূর্ব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ