মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মস্কো আফগানিস্তানের শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার পক্ষে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ানের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। খবর আনাদোলুর। ল্যাভরভ বলেন, তাজিকিস্তানের দুশানবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাশিয়ার নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিয়েটি অরগানিজেশনের বৈঠকে আফগানিস্তান নিয়ে একটি সুনির্দিষ্ট কৌশল ঘোষণা করা হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া ওই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে। সন্ত্রাসী, মাদক চোরাকারবারী এবং সংঘবদ্ধ অপরাধীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের অপতৎপরতা চালাতে পারবে না। এদিকে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিরজোয়ান বলেন, আমরা ওই অঞ্চলে শান্তিপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আফগানদের পছন্দকে শুভেচ্ছা ও সম্মান জানাব। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে দেশটির রাজধানীর কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। যাদের ২০০১ সালে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর আবারও তাদের পুনরুত্থান ঘটেছে। এখন তারা অপেক্ষায় রয়েছে সরকার গঠনের। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।