Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের আরো অর্ধকোটির বেশি টিকা ঢাকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির আরও ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টিকা দেশে পৌঁছেছে। চুক্তির পর এটাই চীনের কাছ থেকে বড় টিকার চালান পাওয়ার রেকর্ড বাংলাদেশের। গতকাল সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে।

এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। তিনি বলেন, ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টিকা গ্রহণ করেছি। এয়ারপোর্টে থেকে ফ্রিজার ভ্যানের করে বেক্সিমকোর গাজীপুরের ওয়্যার হাউজে রাখা হবে। এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। ওখান থেকে বেক্সিমকোর ব্যবস্থাপনায় জেলা উপজেলার বন্টন করা হবে। এর আগে ৩০ আগস্ট দুপুরে চীনের টিকা আসছে না বলে জানালেও সন্ধ্যার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চীনের টিকা দেশে আসছে। এছাড়া আজ বুধবার বিকেল পাঁচটায় গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের আরও ১০ লাখ ৬ হাজার টিকা দেশে আসবে বলেও জানান তিনি। কেনার পাশাপাশি চীন থেকে উপহার ও কোভ্যাক্সের মাধ্যমেও ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ পেয়েছে বাংলাদেশ। নতুন করে ২০ লাখ আসায় বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত টিকা পাওয়ার পরিমাণ ৩ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজে পৌঁছেছে।

দেশে গণ টিকা দেয়া শুরু হয় সেরামের টিকা দিয়ে। এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে তিন কোটি টিকার চুক্তি করেছে সরকার। তবে ৭০ লাখ টিকা দিয়ে সংকটের কারণে ৭০ লাখ টিকা দিয়ে আর টিকা দিতে পারিনি এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা এসেছে।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ