Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে দ্রুত সরকার গঠনের বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৯:২৬ পিএম

আফগানিস্তানের দখল তালেবানের হাতে যাওয়ার পর কয়েক সপ্তাহের অনিশ্চয়তার অবসান শেষে ‘আগামী কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানে সরকার গঠন হবে’ বলে আজ মঙ্গলবার জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। -রয়টার্স

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা আশা করছি আফগানিস্তানে আগামী কয়েক দিনের মধ্যে একটি ঐক্যমতের সরকার গঠিত হবে। দেশটির ক্ষমতা তালেবান দখলে নেওয়ায় রাজধানী কাবুল থেকে গত দুই সপ্তাহে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার রাতে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছেন মার্কিন ও পশ্চিমা সৈন্যরা।

আফগানিস্তানে মার্কিন অধ্যায়ের সমাপ্তিতে বিজয় উদযাপন করেছে তালেবান। কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সৈন্যদের বহনকারী বিমানের শেষ ফ্লাইটটি উড্ডয়নের পরপর স্বয়ংক্রিয় রাইফেল থেকে ফাঁকা গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে ‘পূর্ণ স্বাধীনতা’ উদযাপনে করেছে গোষ্ঠীটির সদস্যরা। মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছেড়েছে। এর মধ্য দিয়ে আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।’

আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় ২৫০০ মার্কিন সেনা নিহত হয়েছে। নিহত সাধারণ আফগান নাগরিকের সংখ্যাও প্রায় ২ লাখ ৪০ হাজার। দীর্ঘ দুই দশকের এই যুদ্ধে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ