মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিনিয়র তালেবান নেতা আনাস হাক্কানি বলেছেন, তালেবানদের জন্য অতীতকে ‘ক্ষমা’ করার এবং আফগানিস্তানকে পুনর্গঠন ও পুনর্মিলনের সময় এসেছে। হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির কনিষ্ঠ পুত্র আনাস হাক্কানি বার্তা সংস্থা টিআরটিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় চার ভাইকে হারানো সত্ত্বেও তাদেরকে ‘ক্ষমা করতে ইচ্ছুক’ কিনা, এই প্রশ্নের উত্তরে আনাস হাক্কানি বলেন, ‘গত দুই দশকে আমার মতো অনেক মানুষ মার্কিন বাহিনী এবং পূর্ববর্তী আফগান সরকারের যুদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছে।’ তিনি বলেন, ‘তারা আমাকে প্রায় পাঁচ বছর কারাগারে রেখেছিল। আমি প্রায় চারটি বছর এক ঘরে কাটিয়েছি এবং খুব কষ্ট পেয়েছি। আমাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি জানি অতীতে খারাপ বিষয় ঘটেছে, কিন্তু এখন আমাদের জন্য পুনর্নির্মাণ এবং পুনর্মিলনের সুযোগ আছে।’
দায়েশ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগানিস্তানের ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি বলেন, তালেবান তাদের সাথে মোকাবিলা করবে যারা দায়েশের মতো গ্রুপ তৈরি করে যেমন তারা বাকিদের মোকাবেলা করে। তিনি আরও বলেন, ‘এখনও এমন কিছু দেশ আছে যারা আফগানিস্তানে যুদ্ধ শেষ করতে চায় না। এ কারণেই তারা তাদের প্রক্সি যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য দায়েশ বা অন্যদের মতো গ্রুপ তৈরি করে। তারা আক্রমণ করতে পারে বা ভয় সৃষ্টির চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সেভাবেই মোকাবিলা করব যেমন আমরা এর চেয়ে বড় সমস্যাও মোকাবেলা করেছি।’
হাক্কানি বলেন, ‘নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের চেষ্টা চলছে। আমি খুবই আশাবাদী যে সবকিছু ঠিকঠাক থাকবে।’ তিনি বলেন, ‘যারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা জনগণের সেবা করতে সক্ষম নেতা হবেন। নাম এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিনগুলিতে আমরা একটি ইতিবাচক ফলাফল পাব।’ তালেবানের এই নেতার মতে, আফগানিস্তানের সমস্ত দুঃখ ও সমস্যা কোনো না কোনোভাবে বিদেশি হস্তক্ষেপের সঙ্গে যুক্ত ছিল। ‘আপনি যদি ইতিহাস পড়েন, সেটা সোভিয়েত ইউনিয়ন হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র, যে কেউ আফগানিস্তানে আক্রমণ করেছে সে সমস্যার সৃষ্টি করেছে। তারা তাদের আক্রমণের পাশাপাশি চ্যালেঞ্জ ও সমস্যা নিয়ে আসে।’, তাদের নিজস্ব এজেন্ডা আছে এবং তারা যে কোন সম্ভাব্য উপায়ে তা বাস্তবায়নের চেষ্টা করে বলে তিনি যোগ করেছেন।
তিনি মানুষের জন্য তার যথাযথ ভূমিকা পালন করেছেন এবং শান্তি আলোচনায় মনোনিবেশ করেছেন। এই মন্তব্য করে হাক্কানি বলেন, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রধান সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমাদের অতীতকে পেছনে ফেলতে হবে।’ তিনি বলেন, ‘এত বছর ধরে মানুষের মনে সৃষ্ট কুসংস্কারগুলো দূর করা দরকার।’ সকল আফগানদের প্রতি আপাত দৃষ্টিতে তিনি বলেন, ‘তাদের বুঝতে হবে আমরা তাদের ভাই।’ সূত্র: ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।