Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান একটি ‘স্বাধীন ও সার্বভৌম’ জাতি: তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৩:১২ পিএম

তালেবান বলেছে, আফগানিস্তান একটি ‘স্বাধীন ও সার্বভৌম’ জাতি। প্রায় ২০ বছর পর দেশটি থেকে মার্কিন সেনা চলে যাওয়ার পর এমন মন্তব্য করলো তালেবান। মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়াকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেও বর্ণনা করেছে তারা। খবর আল জাজিরার।

মার্কিন সেনাবাহিনীর শেষ সৈন্য দেশ ছাড়ার পর মঙ্গলবারই কাবুল বিমানবন্দরের দায়িত্ব বুঝে নেয় তালেবান যোদ্ধারা। এরপর রাতের কাবুলের আকাশে বন্দুক থেকে ছোঁড়া গুলি এবং আতশবাজির আলো দেখা যায়। মঙ্গলবার কাবুল বিমানবন্দর থেকে সংবাদ সম্মেলনও করে তালেবান।

ওই সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের কোনও সন্দেহ নেই যে ইসলামি আমিরাত আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম জাতি। তিনি বলেন, আমেরিকা পরাজিত হয়েছে। আর দেশের জনগণের পক্ষে বলতে চাই, আমরা পুরো বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক চাই।

এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আফগানরা ‘আমাদের মুক্তি, স্বাধীনতা এবং ইসলামি মূল্যবোধ রক্ষা’ করবে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, আমি এখানে আফগানিস্তান থেকে প্রত্যাহার এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করতে এসেছি।

তিনি বলেন, আমরা যাদের আনতে চেয়েছিলাম তাদের সবাইকে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমি মনে করি, যদি আমরা আরও ১০ দিন থাকতাম তাহলেও আমরা যাদের নিয়ে আসতে চাইছিলাম তাদের সবাইকে বের করে আনতে পারতাম না। এবং সেখানে থাকা মানুষরা তখনও হতাশ হতো। এটি একটি কঠিন পরিস্থিতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ