মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড় করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ এ আহ্বান জানিয়েছেন। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আটকে দেয় হোয়াইট হাউজ। ওই রিজার্ভের অর্থ যাতে কোনোভাবে তালেবান সরকারের হাতে না পৌঁছায় সে সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আফগান সরকারের বিভিন্ন ব্যাংক হিসাবে রক্ষিত তহবিল জব্দের নির্দেশ দেওয়া হয়।
সংবাদমাধ্যম রশিয়া ২৪ নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ। তিনি বলেন, পশ্চিমারা যদি আসলেই আফগান জনগণের ভাগ্য নিয়ে চিন্তিত হয়, তাহলে অবশ্যই আফগানিস্তানের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে বাড়তি সমস্যা তৈরি করা উচিত নয়।
জমির কাবুলোভ বলেন, আফগানিস্তানের পতনশীল মুদ্রাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই এসব সম্পদ ছাড় করতে হবে। তারা যদি সেটি না করে তাহলে কাবুলের নতুন প্রশাসন অবৈধভাবে আফিম পাচারের দিকে ঝুঁকে পড়বে। তারা আফগান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র কালোবাজারে বিক্রির প্রতি উৎসাহিত হবে। সূত্র : আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।