Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাশ্মীরের কোনো ক্ষতি করতে পারবে না তালেবান : পান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

কাশ্মীরে তালেবানের পক্ষ থেকে কোনও বিপদের আশঙ্কা নেই। অঞ্চলটি সম্পূর্ণ সুরক্ষিত। তাই তালেবানকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। রবিবার এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ১৫ কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে বলেন, ‘কাশ্মীরের নিরাপত্তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে টানা ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্তানের। সীমান্ত লাগোয়া ১২টি আফগান প্রদেশ। কাশ্মীরে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলো হচ্ছে খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান ও গিলগিট বালতিস্তান। তালেবান আফগানিস্তান দখলের পরই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে বলেন, ‘কাশ্মীরের নিরাপত্তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ