Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুল ত্যাগের চূড়ান্ত পর্যায়ে মার্কিন বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৭:২৪ পিএম

আফগানিস্তানে দুই দশকের সম্পৃক্ততার অবসান ঘটিয়ে মার্কিন বাহিনী কাবুল ত্যাগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সৈন্য প্রত্যাহারের আগে বিমানবন্দরে মাত্র এক হাজারেরও বেশি বেসামরিক লোককে প্রত্যাহার করা বাকি রয়েছে। রোববার একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। দেশটির নতুন তালেবান শাসকরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত বলে তাদের এক মুখপাত্র জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, অভিযান শেষ হওয়ার তারিখ ও সময় এখনো ঠিক হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা মেনে চলবেন। বিমানবন্দরে অবস্থানরত এই কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি বিদেশী বেসামরিক নাগরিক এবং যারা ঝুঁকির মধ্যে রয়েছে তাদের সরিয়ে নেয়া হয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে অবশিষ্ট সেনাও ফিরতে শুরু করবে।’

পশ্চিমা সমর্থিত সরকার এবং আফগান সেনাবাহিনী ১৫ আগস্ট তালেবানদের রাজধানীতে প্রবেশের সাথে সাথে বিলীন হয়ে যায়। তারা প্রশাসনিক শূন্যতা রেখে যায় যা আর্থিক পতন এবং ব্যাপক খাদ্য সঙ্কটের আশঙ্কা বাড়িয়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির আওতায় তালেবান বলেছে যে, তারা বিদেশী এবং আফগানদের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের অনুমতি দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গত দুই সপ্তাহে আফগানিস্তান থেকে প্রায় ১ লাখ ১৩ হাজার ৫০০ জনকে সরিয়ে নিয়েছে। কিন্তু যারা যেতে চায় তাদের মধ্যে হাজার হাজার মানুষ বাদ পড়ে যাচ্ছেন।

একজন মার্কিন কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, বিমানবন্দরে ৪ হাজারেরও কম সৈন্য অবশিষ্ট ছিল, প্রত্যাহার অভিযানের শিখরে যেই সংখ্যা ছিল ৫ হাজার 8০০। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে কিন্তু কতজন রয়ে গেছে তা তিনি বলতে অস্বীকার করেছে। পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার পর জঙ্গিদের আরেকটি হামলার বিষয়ে মার্কিন সরকারের সুনির্দিষ্ট সতর্কবার্তা দেয়ার পর বিমানবন্দরের গেটে ভিড় কমে গেছে। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ