Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে অভিযান চালাতে হলে তালেবানের অনুমতি লাগবে: মুখপাত্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১০:৪২ এএম

আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।

মুজাহিদ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমেরিকার উচিত ছিল দায়েশ-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা। আমেরিকার এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করে তিনি বলেন, এ হামলায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের দু’জন নারী ও একজন শিশু বলে তিনি উল্লেখ করেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে।

পেন্টাগন শনিবার ঘোষণা করেছে, আফগানিস্তানে দায়েশ-খোরাসানের অবস্থানে হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম পরিকল্পনাকারীসহ দু’জনকে হত্যা করা হয়েছে। ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদেরকে কাবুল বিমানবন্দরের গেটগুলো দ্রুত অতিক্রমের আহ্বান জানায়। গত বৃহস্পতিবার ওই বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ বোমা হামলা চালায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ ব্যক্তি নিহত হয়।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Mufti Naeim Hasan ২৯ আগস্ট, ২০২১, ১২:৪৭ পিএম says : 0
    অবশ্যই। একটি স্বাধীন রাষ্ট্রে অভিযান চালাতে হলে অনুমতি লাগবেই।
    Total Reply(0) Reply
  • Md Abdur Rahim Deowan ২৯ আগস্ট, ২০২১, ১২:৪৮ পিএম says : 0
    নিরীহ মানুষ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করুন। দেশের স্থিতিশীলতার জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
    Total Reply(0) Reply
  • Hamid Ullah Farid ২৯ আগস্ট, ২০২১, ১২:৪৮ পিএম says : 0
    সঠিক কথা।দাদাগিরীর সময় শেষ।
    Total Reply(0) Reply
  • Ahm Sayem ২৯ আগস্ট, ২০২১, ১২:৪৯ পিএম says : 0
    মাশা আল্লাহ.... এভাবে মুসলিম বিশ্ব নিজেদের অবস্থান জানান দিবে, ইনশাআল্লাহ। আমাদের সমস্যা সমাধানের জন্য আমরাই যথেষ্ট, কারোর তাবেদারির প্রয়োজন নাই, আল্লাহ তা'লা ই আমাদের একমাত্র অভিভাবক।
    Total Reply(0) Reply
  • জহির ২৯ আগস্ট, ২০২১, ১২:৫০ পিএম says : 0
    অবশ্যই যেকোনো হামলা বা পদক্ষেপ নিতে হলে আফগানিস্তানের সরকার বা দায়িত্বশীল কতৃপক্ষের সাথে পরমর্শ করতে হবে এবং অনুমতি নিতে হবে।যতটা সম্ভব রক্তপাত কমিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা উচিত।
    Total Reply(0) Reply
  • MD Anwar Hossen ২৯ আগস্ট, ২০২১, ১২:৫০ পিএম says : 0
    সময়োপযোগী সিদ্ধান্ত
    Total Reply(0) Reply
  • Mohammad Rafiqul Islam ২৯ আগস্ট, ২০২১, ১২:৫১ পিএম says : 0
    খুবই চমৎকার সিদ্ধান্ত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ