Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুল ছেড়ে কাতারে ১২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১০:২০ এএম

আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন এখনো কাবুল রয়েছেন।

শনিবার দুই দফায় তারা কাতারে পৌঁছান বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

বাংলাদেশিদের সঙ্গে ১৫০ জন আফগান শিক্ষার্থীও শনিবার কাতারে পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।

বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল।

তবে এদিন কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ওই ১৫ বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের বাংলাদেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।

ভয়াবহ ওই হামলায় কমপক্ষে ১৮৮ জন নিহত হন। আহত হন শতাধিক। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ মার্কিন সেনা।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ