Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধকারীরাই এখন পিআইএ’র সাহায্য চাইছে

ইইউ প্রসঙ্গে পাকিস্তানের তথ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তান থেকে বিদেশীদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় পাকিস্তানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গতকাল বলেছেন, ‘যারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) নিষিদ্ধ করেছে তারা এখন প্রতিবেশী দেশ থেকে তাদের জনগণকে সরিয়ে নেওয়ার জন্য একই বিমান সংস্থার সাহায্য চাচ্ছে’। পাইলট লাইসেন্সিংয়ের অনুমোদন প্রক্রিয়ার নিরাপত্তার ঘাটতি এবং ২০২০ সালে জুলাইয়ে পিআইএ-র ওপর ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই মন্তব্য করেন।

করাচিতে গতকাল এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে জোর দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, পাকিস্তান এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ৪ হাজার ৪শ’রও বেশি লোককে সরিয়ে নিয়েছে এবং তাদের মধ্যে ‘শুধুমাত্র পিআইএ-ই দুই হাজারের বেশি মানুষকে দেশে নিয়ে এসেছে;। তিনি বলেন, ‘এর বাইরে, চমন সীমান্ত থেকে ২৭ হাজার মানুষ এবং কিছু তোর্খাম সীমান্ত দিয়ে পাকিস্তানে এসেছে’।
মন্ত্রী বলেন, বৈধ কাগজপত্র থাকা আফগান নাগরিকরা পাকিস্তানে আসতে পারবে। ‘আমরা আফগানিস্তানকে আমাদের úূর্ণ সমর্থন দেব এবং এটি কেবল তখনই স্থিতিশীল হতে পারে যদি তাদের প্রতিষ্ঠান অক্ষত থাকে’।
চৌধুরী বলেন, আফগানিস্তানে প্রশাসনিক শূন্যতা আরও বাড়বে যদি আন্তর্জাতিক স¤প্রদায় যুদ্ধবিধ্বস্ত দেশটিকে উপেক্ষা করে। তিনি মন্তব্য করেন, পাকিস্তানের পরামর্শ বাস্তবায়িত হলে এবং বিশ্ব বিবেচনা করলে আফগানিস্তানের পরিস্থিতি বদলে যেতে পারে। তিনি আরো বলেন, ‘আমরা আফগান পরিস্থিতি সম্পর্কে বিচক্ষণ বিশ্লেষণের কৃতিত্ব রাখি এবং আমাদের প্রধানমন্ত্রী আগে যা বলেছিলেন তা এখন বাস্তবতা’। মন্ত্রী জোর দিয়ে বলেন যে, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের পতনের জন্য অপেক্ষা করতে হবে না। ‘আমাদের আফগানিস্তানের কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ততা দরকার এবং বিশ্বের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আফগানদের শাসনে সহায়তা করার দায়িত্ব রয়েছে’।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বহাল রাখার পর ইইউ আফগানিস্তান থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) সাহায্য চায়। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, কারণ বিমান চলাচলের জন্য সুযোগ সঙ্কুচিত হয়ে আসছে। সদস্য দেশগুলো এখন পর্যন্ত তাদের ক‚টনৈতিক বাহিনী এবং স্থানীয় কর্মীদের সিংহভাগ কাবুল থেকে সরিয়ে নিয়েছে।

মার্কিন অনুরোধে সাড়া দিল পাকিস্তান
এদিকে পাকিস্তান ৩১ আগস্টের মধ্যে প্রতিবেশী দেশ থেকে জনগণ প্রত্যাহারে সহায়তার জন্য আফগানিস্তান ত্যাগকারী মার্কিন নাগরিক এবং অন্যান্য বিদেশীদের আতিথেয়তা দেয়ার অনুরোধ গ্রহণ করেছে। প্রতিবেদন অনুযায়ী, করাচিতে ৩ হাজার মানুষকে আনা হবে। আফগানিস্তানের কাবুল থেকে বিদেশীদের বহনকারী ফ্লাইটগুলি গতকাল থেকে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শুরু করেছে।
করাচির কমিশনার সিন্ধুর ডিজি রেঞ্জার্স, সিন্ধু আইজি পুলিশ এবং সিন্ধু স্বাস্থ্য বিভাগের সচিবকে জরুরি ভিত্তিতে সঠিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন। সূত্র : ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ