মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুল বিমানবন্দরের বাইরে মারাত্মক বিস্ফোরণের একদিন পর আফগান গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের (এনডিএস) প্রাক্তন কর্মচারীদের রাজধানীতে আইনশৃঙ্খলা নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আফগান তালেবানের মুখপাত্র সুহেল শাহীন শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ‘এনডিএসের প্রাক্তন কর্মীরা হাতে-নাতে গ্রেফতার হয়েছে। আইইএ সদস্য হিসেবে অবস্থান করে তারা কাবুল শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জড়িত ছিল’।
গত বৃহস্পতিবার সাধারণত দায়েশ নামে পরিচিত ইসলামিক স্টেট (আইএস)-এর আত্মঘাতী বোমা হামলায় কাবুল বিমানবন্দরের গেটের বাইরে ১৩ মার্কিন সেনাসহ ৮৫ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে দুটি বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। আফগান সাংবাদিকদের তোলা ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের কিনারায় একটি খালের চারপাশে কয়েক ডজন লাশ পড়ে আছে। তালেবান এবং পশ্চিমের শত্রæ জঙ্গি গোষ্ঠী বলেছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারীদের একজন ‘আমেরিকান সেনাবাহিনীর অনুবাদক এবং সহযোগীদের’ টার্গেট করে। মার্কিন কর্মকর্তারাও গোষ্ঠীকে দোষারোপ করেছেন এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাককেঞ্জি বলেন, মার্কিন কমান্ডাররা বিমানবন্দরে টার্গেট করা সম্ভাব্য রকেট বা যানবাহন বোমাসহ দায়েশের আরো আক্রমণের জন্য সতর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত থাকার জন্য সব কিছু করছি’। তিনি আরো বলেন, কিছু গোয়েন্দা তথ্য তালেবানদের সাথে শেয়ার করা হচ্ছে এবং তিনি বিশ্বাস করেন যে ‘কিছু আক্রমণ তাদের দ্বারা ব্যর্থ হয়েছে’। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেন তালেবানের সাথে চুক্তিতে যে ৩১ আগস্টের সময়সীমা নির্ধারণ করেছিলেন তার মধ্যেই প্রত্যাহার করতে চান। তবে আরো কিছু সৈন্য থেকে যাবে যাদের নিয়ে দেন-দরবার এখনও চলছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।