মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান থেকে সেনা, নাগরিক ও সহযোগীদের সরিয়ে নেয়ার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে তাদের সাথে সহযোগিতা করা অনেক আফগান দোভাষী বাড় পড়ে গিয়েছেন। কাবুলে আটকা পড়ে তারা আতঙ্কিত হয়ে বলেছেন যে, এটি নিউজিল্যান্ড সরকারের ‘সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা’।
বৃহস্পতিবার রাতে কাবুল থেকে যাত্রীদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছায় নিউজিল্যান্ডের একটি ফ্লাইট। আফগানিস্তান ছেড়েছেন দেশটির সব সেনাসদস্য। এই মুহ‚র্তে কাবুল বিমানবন্দরে নিউজিল্যান্ডের আর কোনো নাগরিক অবস্থান করছেন না। তবে কাবুল শহরে কয়েকজন এখনো রয়ে গেছেন। তারা নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। আফগানিস্তানে আর কোনো উড়োজাহাজ পাঠানো হবে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
দ্য গার্ডিয়ান আলি নামের একজন আফগান দোভাষী এর সাথে কথা বলেছিল, যিনি মিত্রবাহিনীকে সহায়তা করার জন্য তালেবানদের প্রতিশোধের আশঙ্কায় নিউজিল্যান্ডে পুনর্বাসন ভিসার জন্য অনুমোদিত হয়েছিলেন। তিনি কাবুলে থাকেন এবং আফগানিস্তানে নিউজিল্যান্ড বাহিনীকে সাহায্যকারী অন্যান্য ৩৭ জন অনুবাদক, দোভাষী এবং অন্যান্য লোকের একটি গ্রæপের সাথে যোগাযোগ করছেন। তিনি বলেন, তাদের কাউকেই সরানো হয়নি। নিউজিল্যান্ড সরকার তাদের প্রত্যাহার শেষ মিশন করেছে জানিয়ে তিনি বলেন, ‘এটা মর্মান্তিক খবর। আমি মোটেও বিশ্বাস করতে পারছি না। না আমি বিশ্বাস করতে পারছি না।’ তিনি বলেন, ‘আমাদের কি হবে? ভিসা পাওয়া এবং সরাসরি (নিউজিল্যান্ডের জন্য) কাজ করা ৩৭ জনের কি হবে? আমার বার্তা হল আমাদের পিছনে ফেলে না যাওয়া। এটি সম্প‚র্ণ বিশ্বাসঘাতকতা। সরকার অন্য উপায় খুঁজতে পারে।’
গতকাল সকালে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ঘোষণা করেন, সন্ত্রাসী হামলার চলমান হুমকির কারণে নিউজিল্যান্ড কাবুলে আরও ফ্লাইট বন্ধ করছে। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে সহিংষ হামলায় ব্যাপক হতাহতের পর এই ঘোষণা দেয়া হয়। আলী বলেন, ‘আফগানরা যারা কাবুলে পিছনে পড়েছিল তারা আতঙ্কিত হয়ে আছে। তাদের বিশ্বাস যে, দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ভয় বাড়ছে, মানুষ যেকোনো উপায়ে যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে আসার জন্য সবকিছু বিক্রি করছে। আপনি প্রত্যেকের চোখে শঙ্কা এবং হতাশা দেখতে পারেন।’
প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি এক সংবাদ সম্মেলনে আরডার্ন বলেন, হামলার সঙ্গে সঙ্গে লোকজনকে সরিয়ে নেয়ার পথ এখন বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানে নিউজিল্যান্ডের ভিসাপ্রাপ্ত কতজন থেকে গিয়েছেন আর সেফট্রাভেলে নিবন্ধিতদের মধ্যে কতজন বেরিয়ে আসতে পেরেছিলেন তা আরডার্ন জানতেন না। ‘কিন্তু আমি বলতে পারি, আমরা নিশ্চিতভাবে জানি, আমরা সবাইকে বের করিনি,’ তিনি বলেছিলেন। তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড ভিসাধারীদের দেশে আনার চেষ্টা ছেড়ে দেয়নি। এটি কঠিন হবে এবং এতে বেশি সময় লাগতে পারে, কিন্তু যাদের বাড়িতে আসা দরকার তাদের আমরা আনতে ছাড়ছি না।’
আলি, অন্যান্য আফগান কর্মী এবং অনুবাদকদের সাথে, কাবুলের পতনের আগে কয়েক মাসে নিউজিল্যান্ডে আসার জন্য বেশ কয়েকটি আবেদন করেছিলেন। নিউজিল্যান্ডের গণমাধ্যমে সেই আবেদনগুলো ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল। সরকার তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। অভিবাসন মন্ত্রী ক্রিস ফাফোই গ্রæপকে বলেছিলেন যে, সরকার সাবেক সহযোগীদের সহায়তা ‘প্রসারিত’ করতে চাইছে না।
নিউজিল্যান্ডের পাশাপাশি আফগানিস্তান থেকে প্রত্যাহার অভিযান সমাপ্ত করেছে অস্ট্রেলিয়া ও স্পেন। গতকাল অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেন, অস্ট্রেলিয়ার সেনাসদস্যরা কাবুল থেকে চার হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। সফলভাবে এ অভিযান শেষ করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এদিকে, গতকাল কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে স্পেনের দুটি ফ্লাইট। এর মধ্য দিয়ে আফগানিস্তান থেকে হুমকির মুখে থাকা আফগান ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বলে স্পেন সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। আফগানিস্তান ত্যাগ করা স্পেনের শেষ দুটি ফ্লাইটে সেনাসদস্যসহ স্পেনের ৮১ নাগরিক ছিলেন। পাশাপাশি পর্তুগালের ৪ সেনা ও ৮৫ আফগানও ছিলেন বলে জানানো হয়েছে সরকারি ওই বিবৃতিতে। এ নিয়ে ১ হাজার ৯০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নিল দেশটি। সূত্র : সিএনএন, এএফপি, দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।