মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণে তালেবানের ২৮ সদস্য নিহত হয়েছে। তালেবানের এক সদস্য রয়টার্সকে এ তথ্য জানান। খবর বিবিসির।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই সদস্য বলেন, এ ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি মানুষ হারিয়েছি।
হামলার সর্তকতা জারির মধ্যেই কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৩ মার্কিন সেনাসহ ৯০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিস্ফোরণের পর উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কসহ মিত্র দেশগুলো। বিমানবন্দরের সবগুলো গেটই বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। হামলার আশঙ্কায় বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের দূরে থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। আজকের হামলার পর তাই এর জন্য আইএসআইএস-কে দায়ী বলে ধারণা করছে দেশগুলো। তবে হামলার জন্য আসলে কে দায়ী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, বিস্ফোরণ একটি নয়, দুইটি হয়েছে। একটি হয়েছে বিমানবন্দরের অ্যাবে গেটে। অন্যটি হয়েছে ব্যারন হোটেলে বা এর পাশেই। গেট থেকে সামান্য দূরেই অবস্থিত এই হোটেল। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।