মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। পালানো মানুষের তালিকায় রয়েছে সংখ্যালঘু মানুষও। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে, আফগান শিখ এবং হিন্দুদের মধ্যে অনেকেই ভারত যেতে চান না। বরং তারা আমেরিকা এবং কানাডায় যেতে চান। ভারত সরকার খুব দ্রæতই কাবুল থেকে তাদের উদ্ধার অভিযান শেষ করবে। সেক্ষেত্রে আফগান শিখ এবং হিন্দুদের দ্রæত সিদ্ধান্ত নিতে বলেছে সংশ্লিষ্টরা। খবর টাইমস অব ইন্ডিয়ার। ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্ট পুনীত সিং চান্দহুক বলেছেন, গুরদুয়ারা কার্তে পারওয়ানে থাকা প্রায় ৭০ থেকে ৮০ জন আফগান শিখ এবং হিন্দু ভারতে আসতে চান না। কারণ তারা কানাডা বা আমেরিকায় যেতে চান। তিনি বলেন, এই আফগানদের জন্য উদ্ধার অভিযান কেবল ব্যাহতই হচ্ছে না। তাদের জন্য দেরি হচ্ছে অন্যদের উদ্ধার অভিযানও। তিনি অভিযোগ করে বলেন, ভারত এই লোকদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র বা কানাডা যাওয়ার জন্য তারা দুইবার ফ্লাইট মিস করেছে। আফগান শিখ এবং হিন্দুরা গুরদুয়ারা কার্তে পারওয়ানে আশ্রয় নেয়ার পর তাদের একজন নেতা তালবীন্দর সিং’কে একটি ভিডিওতে সুনির্দিষ্টভাবে বলতে শোনা যায়, তাদের কানাডা বা যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত। সূত্রগুলো জানিয়েছে, একটি শিখ সংগঠন আফগানিস্তানের সব শিখ এবং হিন্দুকে একটি চার্টার্ড প্লেনে করে কাবুল থেকে উড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। এরপর কাবুল এয়ারপোর্টের বাইরে প্রায় ১০০ জন জড়ো হয়। কিন্তু তারা বিমানবন্দরের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। তবে তাদের জন্য কোনও চার্টার্ড ফ্লাইট অপেক্ষা করছিল কিনা তা স্পষ্ট নয়। আফগানিস্তানে একটি সূত্র জানিয়েছে, আমেরিকা বা কানাডা যেতে চাওয়ার মধ্যে ক্ষতির কি আছে? যারা ভারতে গিয়েছে আমরা তাদের ভাগ্য সম্পর্কে অবগত। সেখানে কোনও চাকরি নেই। আর যারা সেখানে গিয়েছে তাদের অধিকাংশই হয় ফিরে এসেছে বা অন্য দেশে চলে গেছে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।