Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৯/১১ হামলার জন্য দায়ী নন ওসামা বিন লাদেন, কোনও প্রমাণও নেই : তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৭:১৭ পিএম

৯/১১ হামলার জন্য দায়ী নন নিহত আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন। ওই হামলার নেপথ্যে যে তিনিই ছিলেন এমন কোনও প্রমাণও মেলেনি। এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।

তার কথায়, লাদেন যখন আমেরিকার কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি তখন আফগানিস্তানেই ছিলেন। কিন্তু লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিলেন, সেই তথ্য সঠিক নয় মনে করে তালিবান।-আনন্দবাজার

তা হলে তিনি মেনে নিচ্ছেন, ৯/১১ হামলার জন্য সত্যিই লাদেন দায়ী নয়? জাবিউল্লা দাবি করেন, তালিবান কোনও দিনই সে কথা বিশ্বাস করেনি আর ভবিষ্যতে করবেও না। সেই ঘটনার পর ২০ বছর কেটে গিয়েছে। এখনও কি কোনও প্রমাণ মিলেছে? পাল্টা প্রশ্ন করেন তালিবান মুখপাত্র। তাঁর কথায়, “আফগানিস্তানে যুদ্ধ শুধু একটা অজুহাত ছিল মাত্র।” ২০০১-র ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালায় আল কায়দা। তাতে বহু মানুষের মৃত্যু হয়। ২০১১-য় পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে খতম করে আমেরিকার নেভি সিল।

উল্লেখ্য, আমেরিকায় হামলা চালাতে এই আফগানিস্তানের মাটিকেই ব্যবহার করেছিলেন লাদেন। এখন তালিবান সে দেশের ক্ষমতায়। এমন কোনও নিশ্চয়তা কি আছে যে ভবিষ্যতে এই দেশ ফের সন্ত্রাসের আতুঁড়ঘর হয়ে উঠবে না? এ প্রসঙ্গে জাবিউল্লা স্পষ্ট বলেন, তালিবান প্রতিশ্রুতি দিয়েছে এই দেশকে কোনও ভাবেই সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেবে না। আমেরিকা যে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে তাতে তালিবান খুবই খুশি বলে জানিয়েছেন জাবিউল্লা। তার কথায়, এটা আমাদের কাছে সবচেয়ে খুশির মুহূর্ত।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ