মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আশরাফ গনির সরকারকে হটিয়ে তালেবানের হাতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে আসার পর পার হয়েছে ১০ দিন। প্রাথমিকভাবে তালেবান সরকার গঠনে তোড়জোড় না করলেও সম্ভাব্য নতুন সরকারের একাধিক মন্ত্রীর নাম সম্প্রতি ঘোষণা করেছে তালেবান। তালেবানের একটি সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লাহ আব্দুল কাইয়ুম জাকিরের নাম চূড়ান্ত করা হয়েছে। - আল জাজিরা, এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরবর্তী সরকার গঠনে বিশ্বস্ত ও অভিজ্ঞ নেতাদেরই তালেবান মূল্যায়ন করছে। তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান উপ-প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদারই সম্ভবত দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন। তালেবানের দু’টি সূত্র জানিয়েছে, পরবর্তী আফগান সরকারের অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিশ্বস্ত ও অভিজ্ঞ নেতাদের নিয়োগ করেছে তালেবান। এছাড়া গোষ্ঠীটির এক নেতা জানিয়েছেন, নতুন এই দুই আফগান মন্ত্রীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এদিকে তালেবানের একটি সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লাহ আব্দুল কাইয়ুম জাকিরের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে বন্দি ছিলেন।
অন্যদিকে আফগানিস্তানের বার্তাসংস্থা পাঝওক জানিয়েছে, নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগার নাম চূড়ান্ত করা হয়েছে। তালেবানের অর্থনৈতিক প্রধান হিসেবে দায়িত্বপালন করার কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। এছাড়া আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিমের নামও চূড়ান্ত করা হয়েছে। এর আগে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেয় তালেবান। গোষ্ঠীটি বলছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের গভর্নর হিসেবে সবচেয়ে অভিজ্ঞদেরই বেছে নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। কাবুল পতনের প্রাক্কালে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর ১০ দিন পার হলেও এখনও পুরোপুরি সরকার গঠন করেনি তালেবান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।