Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিসারী ব্যবসায় লোকসান, ময়মনসিংহে যুবকের আত্মহত্যা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৫:১২ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামে রাশেদ মিয়া(৪৫) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। আত্মহত্যা করা যুবক মধুপুর গ্রামের এরশাদ আলীর পুত্র।

জানা গেছে, আজ(২৬ আগষ্ট)বৃহস্পতিবার দুপুরে ১ টায় নিজ বসত ঘরের ধন্যার সাথে গলায় ফিসারীর নেট পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে রাশেদ এই ঘটনা ঘটান।রাশেদ মিয়ার ৮ বছরের ছেলে মাহিন জানায় তার বাবা তাকে বলেছিল তুমি অন্যঘরে গিয়ে ঘুমাও আমাকে বিরক্ত করোনা “আমি একটু ঘুমাবো।”কিছু সময় পরে ঘরটিতে শব্দ হলে মাহিন তার মাকে বলতে যায় যে ঘরটিতে শব্দ হচ্ছে।তারপর সবাই এসে দেখে রাশেদ মিয়া ফাঁসিতে ঝুলে আত্নহত্রা করেছে।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,আত্নহত্যা করা যুবক রাশেদ ফিসারী ব্যবসায়ী ছিলেন।প্রাথমিকভাবে সা্জনদের কাছে জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন ফিসারী ব্যবসায় বিনিয়োগকৃত টাকায় লসের কারণে হতাশাগ্রস্থ হয়ে আত্নহননের পথ বেছে নেয় রাশেদ।এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ