মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে যে কোন ‘হুমকি’র বিরুদ্ধে একসাথে লড়াই করতে একমত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার টেলিফোনে আলাপকালে তারা দুইজন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই দিন পুতিন ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এ সময়ও তিনি আফগানিস্তানের সঙ্কট সমাধানের ওপর জোর দেন।
ক্রেমলিনের দেয়া তথ্যমতে, আফগানিস্তান থেকে যে সন্ত্রাসের হুমকি আসছে, মাদক পাচার হচ্ছে, তার বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে নিজেদের প্রস্তুতির কথা জোর দিয়ে বলেছেন রাশিয়া ও চীনের নেতা। এ ছাড়া তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করে, সে বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে প্রতিবেশীদের মধ্যে অস্থিতিশীলতার বিস্তার প্রতিরোধের কথাও বলেছেন তারা। তারা দ্বিপক্ষীয় যোগাযোগ আরো তীব্র করতে একমত হয়েছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনকে অধিক কার্যকর করার কথা বলেছেন। আগামী মাসে এর সম্মেলন হওয়ার কথা তাজিকিস্তানে।
উল্লেখ্য, মধ্য এশিয়ায় সাবেক বেশ কিছু সোভিয়েত প্রজাতন্ত্রের সীমান্ত রয়েছে আফগানিস্তান ও চীনের সঙ্গে। কাবুলে নতুন নেতৃত্বের বিষয়ে মস্কো সতর্ক আছে। একই সঙ্গে আফগানিস্তানের কোনো মিলিট্যান্ট যাতে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক পুতিন। তবে তিনি আফগানিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশগুলোর জড়িত হওয়ার বিষয়ে সমালোচনা করেছেন । বলেছেন, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন এক দশক ধরে আগ্রাসন চালিয়েছিল। তা থেকে মস্কো শিক্ষা নিয়েছে। ওদিকে গত ১৫ই আগস্ট তালেবানরা রাষ্ট্রক্ষমতা কেড়ে নেয়ার পর চীন বলেছে, তারা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে প্রস্তুত।
পুতিনের সঙ্গে ফোনে শি জিনপিং আফগানিস্তানের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার চীনা অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখে চীন। চীনের এই অবস্থানের সঙ্গে পুতিনও একমত পোষণ করেন। আফগানিস্তানের স্বার্থে তিনি চীনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে আফগানিস্তানে বিদেশি শক্তির হস্তক্ষেপ প্রতিরোধ করা যায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব পক্ষের প্রতি আফগানিস্তানে একটি মুক্ত, সবার রাজনৈতিক অংশগ্রহণমূলক, উদার, স্থিতিশীল নীতি গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সব সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। পুতিন বলেন, চীন সন্ত্রাস ও মাদক পাচারের বিরুদ্ধে যে লড়াই করছে, তার সঙ্গে কাজ করতে চায় রাশিয়া। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।