মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে বিভিন্ন খাতে দক্ষ নাগরিকদের দেশ ছাড়তে উৎসাহ না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। রাজধানী কাবুলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে বিবিসি ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
মুজাহিদ বলেন, ‘প্রকৌশলী, চিকিৎসকসহ অন্য দক্ষ নাগরিকদের যুক্তরাষ্ট্র তাদের দেশে নিয়ে যাচ্ছে। আমরা তাদের এটা বন্ধ করতে বলেছি।’
তিনি বলেন, ‘দক্ষ আফগানদের দেশ ছাড়তে বিদেশি দেশগুলো উৎসাহ দিচ্ছে। তাদের এটা বন্ধ করা উচিত। কারণ দক্ষ নাগরিকের মেধা আফগানিস্তানের দরকার।’
তালেবানের মুখপাত্র মুজাহিদ বলেন, ‘আফগান নাগরিকদের বাড়ি, কর্মস্থল ও স্বাভাবিক জীবনে ফেরা উচিত। তাদের বিপদের ঝুঁকি নেই।’
আফগান নাগরিকদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে মুজাহিদ বলেন, ‘চলুন, একসঙ্গে বাঁচি। আমাদের যুদ্ধ শেষ হয়েছে।’
তিনি বলেন, ‘নারীদের চাকরি করতে স্থায়ীভাবে মানা করা হবে না। এ বিষয়ে কর্তৃপক্ষ একটি কার্যপ্রণালি নির্ধারণ করবে, যাতে তারা ফের কাজে যোগ দিতে পারেন।
‘এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত সরকারি নারী কর্মকর্তাদের বাড়িতেই অবস্থান করা উচিত।’
দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে তালেবান মুখপাত্র বলেন, ‘আপনাদের নিরাপত্তার আশ্বাস দেয়া হচ্ছে। দূতাবাস বন্ধ বা কাজ স্থগিত করার প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার পাশাপাশি হাসপাতাল, স্থানীয় সরকার, টেলিভিশন ও রেডিও স্টেশন শিগগিরই চালু করা হবে।’
মুজাহিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিমান, বিমানবন্দর সবই রয়েছে। এখান থেকে তারা তাদের নাগরিক ও ঠিকাদারদের সহজেই দেশে ফেরত নিতে পারে।’ সূত্র : বিবিসি, এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।