Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজে না গিয়েও বাড়িতে বসেই বেতন পাবেন নারীরা : তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১০:৫১ এএম

আফগানিস্তানে নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের বর্তমানে কাজে যেতে হবে না, তাঁরা বাড়িতে বসেই বেতন পাবেন। এছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বিবিসির।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত। নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘নারীদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে।’
বিবিসির কাছে ইতোমধ্য কয়েকজন নারী তাদের চাকরি নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন। বর্ননা করেছেন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও। কেউ কেউ বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান।

এদিকে আফগানিস্তানের ডাক্তার-ইঞ্জিনিয়ার ও শিক্ষাবিদদের প্রতি দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছে তালেবান। ঐ সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আফগানবাসীকে দেশ-ছাড়ার উসকানি দেওয়া বন্ধ করতে হবে। তারা যেন দেশ ছেড়ে চলে যাওয়াটা বন্ধ করেন। যুক্তরাষ্ট্র যেন আফগানিস্তানের ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষাবিদসহ দক্ষ মানুষগুলোকে দেশ ছেড়ে যেতে উসকানি না দেয়।
এছাড়া আফগান নাগরিকদের আর কাবুল বিমানবন্দর যেতে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে তালেবান। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় গোষ্ঠীটি।

তিনি বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আফগানদের বিমানবন্দরে যেতে আমন্ত্রণ করছে।

তিনি বলেন, আমরা আমেরিকানদের বলতে চাই, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে উৎসাহ দেবেন না। তাদের প্রতিভা আমাদের দরকার।
সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জানান, আফগান মিডিয়া, হাসপাতাল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে এবং স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু হবে। সূত্র : বিবিসি



 

Show all comments
  • Abdur rahman ২৫ আগস্ট, ২০২১, ৩:০৪ পিএম says : 0
    Good
    Total Reply(0) Reply
  • H MD Shoficul Islam ২৫ আগস্ট, ২০২১, ৩:২৫ পিএম says : 0
    ধন্যবাদ সঠিক সিদ্ধান্ত স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাদেরকে ঘরে রেখে বেতন দেওয়া হোক, আফগানিস্তানে স্থিতিশীলতা আসলে তাদেরকে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান সবচেয়ে ভালো
    Total Reply(0) Reply
  • Sarfuddin ২৫ আগস্ট, ২০২১, ৩:২৬ পিএম says : 0
    তালেবানদের প্রতিটি কাজে প্রমান করছে সত্যিই তারা আফগানকে বিশ্বের মাঝে মডেল দেশ হিসেবে উপহার দিতে পারবে৷
    Total Reply(0) Reply
  • ডাঃ এফ আর ফয়েজ ২৫ আগস্ট, ২০২১, ৩:২৭ পিএম says : 0
    পৃথিবী কে সুস্থ সুন্দর রাখতে চাইলে নারীদের পর্দাশীল হওয়া জরুরী! রূপের উৎশৃংখলতা বেহায়াপনা বন্ধ করা অপরিহার্য!
    Total Reply(0) Reply
  • Tahfim Tamim ২৫ আগস্ট, ২০২১, ৩:২৮ পিএম says : 0
    এটা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করি না ঠিক তেমনই আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করা উচিৎ নয়। তালেবানের উদ্যোগ কে সাধুবাদ জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ