Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমে ব্যর্থ, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের

রাঙমাাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৭:৪০ পিএম

রাঙামাটি জেলা সদরে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পুলিশ সদস্য জয় দে (২৪) প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৩আগষ্ট) সকালে আরশিনগর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা পুলিশ সদস্যে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর, জালালীহাট এলাকার রনজিত দে এর ছেলে।

পুলিশ সদস্যরা জানান, জয় দে এর সাথে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রায় সময় তিনি ক্যাম্পে থাকার সময় ওই মেয়ের সাথে মুঠোফোনে ঝগড়া করতো। অবশেষে ওই মেয়ে তার প্রেমকে অস্বীকৃতি জানালে তিনি পুুলিশ ক্যাম্পের আকাশিগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার কং /২১৫১, বিপি-৯৭১৮২১১৩৬৫।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদাছছেছর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমঘটিত কারণে পুলিশ সদস্য জয় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে আমরা আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে রএসপি যোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ