Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট চোরদের প্রতিহত করতে কেন্দ্র পাহারা দেবে সাধারণ জনগণ, সিলেটে জাপা প্রার্থী আতিক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৭:১৯ পিএম

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, কোন অপকৌশলই থামাতে পারবে না লাঙ্গলের গণজোয়ার। লাঙ্গলের পক্ষে এবার জেগে উঠেছে সাধারণ মানুষ। হুমকি ধমকি মানুষ ভয় পায়না, ভোট চোরদের প্রতিহত করতে এবার কেন্দ্র পাহারা দেবেন সাধারণ জনগণ। মানুষ এবার দলমত ভুলে বিজয়ী করতে চায় লাঙ্গলকে। মানুষের এই গণজোয়ার ঠেকাতে যত ষড়যন্ত্রই করা হোকনা কেন তা কাজে আসবেনা। আতিক আরো বলেন, সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি আমি। গতকাল রোববার রাতে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর, কুচাই ও লালাবাজার এলাকায় পৃথক পৃথক মতবিনিময় সভায় আতিক এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া, সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবীব মইন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ